উঠো বাছা , শক্ত হাতে ধর হাল
বাকী সময়টুকু যে হতে হবে পার !


জানোনা কি তুমি –
গতরে থাকতে হয় শক্তি
শুধু মনের শক্তি দিয়ে
হওয়া যায়না পার
জরা ক্ষয় অথর্ব সময়
শুধু কিছু ধূলো উড়ানো যায় !


যে কেবল রাতের আঁধারে ওড়ে
সেই পেঁচার মতন একদিন
দেখা পেয়ে যাব হিমরক্তের ;
সেখানে তুমিও থাকবেনা !


কে থাকে কাহার পাশে
কিছু বানী ঝেড়ে চলে যায় চুপিসারি !