কোনোও এক ক্ষুব্ধ রমণী
কষ্টের বাষ্প আঁচলে বেঁধে
ঢেকে দিয়েছে আজকে
তপনের মুখ
রশ্মি তেজ হীন
বাতাসে বাতাসে হিমকুচি
ড্রাগনের মুখদিয়ে আগুনের
ফোয়ারা নয় চুরোটের সাদা ধুম নির্গত ...
যাত্রীবাহী লঞ্চ ধাক্কা খায়
সেতুর পিলারে
আতংক কাটেনি
আগামী কালের
পরিণতি ভেবে ভেবে
কলমের কালি বেঁধেছে জমাট ...!