তার সাথে দেখা হয়েছিল একদিন
মেঘের ভেলায় কিংবা গহীন অরণ্যে
ঢের কাল হয়ে গেছে পার
তারপর খুঁজেছি তাহারে বহুবার
হৃদয়ে অনুভব করে তাহার অভাব !
হলুদ ঘাসের সাথে মিশেগেছে
শরীর তাহার বলে গেলো
ছায়া হয়ে এসে নীল ঘাস ফড়িং !


আমাদের সীমানা থেকে ঢের ঢের দূরে
মেঘের ভেলায় কিংবা গহীন অরণ্যে
কাহারও বঁধু ছিল সে কী ?
খুব বেশি অজানা বিষয় !


তাহার ঠোঁটের উষ্ণ ছোঁয়া
নেয়ার কোনো কথা ছিলোনা ,
কথা ছিলোনা শরীরের ঘ্রাণ নেয়ার !
ব্যাঘ্রের ভয় ছিল কী তবু হৃদয়ে তাহার ?


কোনোও গোপন অভিলাষ ছিল জমে
হৃদয়ে তাহার কেলাসিত জলের মতন !
কে বলিতে পারে তাহা ?
ক্ষুদ্র অতি ক্ষুদ্র বালুকণা
গেঁথে গেলে ঝিনুকের বুকে ,
মেঘের উপরে মেঘের ঘর্ষনে
যে আগুন নেমে আসে অরণ্যে
উহারা কেবল বলে দিতে পারে !