বিমূঢ়ের মত তাকায়ে তাকায়ে দেখি
কলমের মাথা করে যায় শব্দের চাষ
সব যেন গলাকাটা লাশ
পড়ে থাকে কাগজের অলস পাতায়
কিসের নেশায় করে যাই সময়ের ক্ষয়
জানা নেই এমন তামাশার কারণ !
এমনতো নয় – হালের বলদ
চাষার তাড়া খেয়ে টেনে যায় লাঙ্গল
তবে মগজের কেনো এই
নিষ্ফল আয়োজন
তোমাদের , আমাদের জন্য ?
দেখিনি কাহারো ফিরে তাকানোর
আছে কোনো প্রয়োজন !
খেয়ালী মন কিংবা মনের খেয়াল
নিশ্চুপে করে যায় শব্দের আবাদ ;
গোলা ভরে-না , পেট ভরে-না ,
চুরুটের নেশার মতন
কোনোও এক নিষ্ফল আয়োজন !