সুপ্রিয়া , যেদিন তুমি বলেছিলে
তোমার শরীরে উই পোকা
বাসা বেঁধেছে ! সেদিন থেকে
ঘুম পালিয়েছে জলের সাথে
লবন হ্রদের ঠিকানায়
আর গলা কাটা মুরগীর মত
ছটফট করছিল আমার হৃদপিন্ডটা
ভেতরে রক্তক্ষরণ হয়েছিল কি –না
ঠিক জানা নেই তবে মস্তিষ্কটা
বেশ এলো-মেলো হয়ে গেছে
একটু খ্যাপাটে ধরনের ...
খুব ইচ্ছে হচ্ছে তোমার কব্জির
শিরায় আঙ্গুল চেপে
রক্তের স্পন্দন অনুভব করে নিতে
কিংবা তোমার বুকে কান পেতে
হৃদ কম্পন বুঝে নেয়ার
তীব্র বাসনা এখনো ......!


তুমি এখন কেমন আছ ?


বড় ধরনের কোনোও ধৃষ্টতা নয়
বরং ভেবে নাও খ্যাপাটের ব্যকুলতা !