অঙ্গ সৌষ্ঠবে বিপুলা তুমি
মঞ্জরিত দেহবল্লরি তব
                  সুবাস ছড়ায় ;
সেই মধুর সুবাসে
দেহ-মন মোর
                  মাতোয়ারা রয় !


কাজল কাল নয়ন তুলে
আমার এ বুকে হানো বাণ
এ বুকের রক্ত লালিমায়
হে প্রিয়া লিখে যাই প্রণয় গান !


এই মাথুর আমার নিধুবন
হেথা থাকি একা আমি
                  নিয়ে আমার বিবশ মন !


বঁধু তুমি আমার বীণারতার
বুলায়ে আঙ্গুল দেহে তব
                    তুলি প্রণয় ঝঙ্কার !!