আজ আকাশের পর আকাশে ছিল
আশ্চর্য সুন্দর চিলেরা
ডানাবিহীন বাহারী রঙের চিল !
জলাশয়ের মাছেরা ছিল নিরাপদ
মুরগীর ছানারা-ও ছিল নিরাপদ
কেবল মানুষের ভিতর ছিল
প্রবল উন্মাদনা !
সুরের মূর্ছনা আর আতশবাজীর
ঝলকানিতে চিলেরা ছিল দিকভ্রান্ত,
দিশে হারা ! উদভ্রান্তের মতন
শরীরের সাথে শরীর জড়িয়ে
ছিটকে পড়েছে শূন্য থেকে শূন্যে ;
গোত্তা মেরে মেরে নেমে এসেছে
পৃথিবীর মাটিতে ছেঁড়া ফাড়া শরীর নিয়ে !
আহা ! মানুষের কী উল্লাস !
মানুষের হাতে ভয়ঙ্কর নাটাইয়ের খেলা !