শাল-মহুয়ার বন নেই , নেই বেত-বাঁশ ঝাড় ,
হিজল-তমাল এর দেখা মেলাভার ;
খড়কুটো জড়ো করে নীড় বাঁধার
সময় কোথায় আর !


স্বপ্নের গহীনে হরীতকী বন থাকে
জেনে নিয়ে
ভাসমান ছিন্নমূলের মতন ভাসিতেছি
অপার অন্ধকারে !


আছে কী কোথাও কোনো বাতিঘর
অথৈ সমুদ্র কিনারে ?