যেতেছে রূপসী নীল আঁচল উড়ায়ে
বেণী দোলায়ে সরষে খেতের আল ধরে
যেন দুরন্ত পারিজাত !
পেছনে কি কিছু পড়ে আছে ?
জানার কি-ই বা প্রয়োজন!
এক চোখা হরিণীর মত ছুটে চলা
এটাই যেন চিরন্তন!


আমিও শস্যের বীজ বুনে
পোড়া খেতের কিনারে
ন্যাড়া তাল গাছের গোড়ায়
বসে হুক্কায় দমদিয়ে
কাশি খুক খুক করে!
কাশির শব্দ ভাসে ইথারে ইথারে
দুরন্ত পারিজাতের কানের নাগালের বাহিরে!


আহা! পোড়া খেত যদি দুরন্ত পারিজাতের
নরম পায়ের পরশ পেতো
তাহলে হয়তো কঠিন মাটির
বুক চিরে উদ্গত হ’তো সবুজ পাতারা!


কে বুঝাবে তারে এমন কথা
কিংবা বুঝিবে কি সে কোনোও কালে ?