কোনোও এক ছায়ালোকে দাঁড়ায়ে
তোমাকে দেখেছিলাম একদিন
তাই পৃথিবীর মাটিরে খুউব ভালোবেসে
চাঁদের শরীর ছুঁয়ে গাঢ়ো মমতায়
নেমে এসেছি গহীন অরণ্যের
কচি সবুজ পাতায় টুপ টাপ ...
সখি কান পেতে শোনো এক বার
অথবা কার্নিশে দাঁড়ায়ে দেখো,
জুড়াবে তোমার মন-প্রাণ;
অপরূপ মহিমায় এসেছি ধরায়
সে যে কেবলি তোমার জন্য!
অঞ্জলি ভরে নাও হে প্রিয়া মোরে
গাঢ়ো মমতায় জড়াও বুকে
শান্তির পায়রা উড়াও বুকের দুয়ার খুলে!