একজন প্রেমের আলপিন গেঁথে দিয়ে
বুকের ভেতর, কেটে পড়েছে!
কালো বিষ রক্তে সয়লাব!
ব্যাটা জিনেরবাচ্চা উল্টো করে
জাদুরকাঠি ছোঁয়ালি মাথায়;
মাথা ফাঁকা!
ভাব, শব্দ, ছন্দ, মাত্রা সব হাওয়া!
অলস কলম!
সাদা কাগজ ভরবে কিসে?
রঙের যা বাজারদর তাতে
ইজেলটা ফাঁকাই থাকবে!
বাপ ভেঞ্চি, তোমার ফসিল থেকে
একটু আলকাতরা দাও;
বুকের’পরে আমার মোনালিসার
মুখের ছাপ মেড়ে নেই!
প্রিয় দর্শক, বিণীত নিবেদন
চিকা মেড়ে দিন ছাপের নীচে-
‘ভালোবাসার জয় হোক’!