কাঁটাওয়ালা সেতুটা হামাগুড়ি দিয়ে দিয়ে
                              পার হয়ে যাই;
ক্ষণিকের এ জীবনটারে ভালোবাসা দিয়ে দিয়ে
                                বেঁধে রাখা চাই!  
পথক্লান্ত-শ্রান্ত আমি ভারবাহী এক জীব
                                 চলেছি ঢুলে ঢুলে
পৃথিবীর পথে পথে আশা আর নিরাশার
                                  দোলায় দুলে দুলে;
গাঢ়ো তমসায় স্বপ্নময় এক জীবন আশায়!
হায়রে জীবন! ক্ষণিকের এ জীবন কতো স্বপ্নময়!


ঘোর তমসায় সোনালী সূর্য ছোঁয়ার নেশায়
স্বপ্নের হাতে সঁপে রয়েছি কী এক মূঢ় মগ্নতায়!


স্বপ্নের এ পৃথিবীটা  বড় মায়াময়,
মিথ্যে আশ্বাসে তারে কতো বেঁধে রাখা যায়!


সূর্যের আঘাতে তুষারের প্রাসাদ
                              গলে গলে যায়;
তেমনি স্বপ্নের পৃথিবীও একদিন
                               ভেঙ্গে ভেঙ্গে যায়!


তবুও জীবন, জীবনকে ভালোবেস-বেসে
                                  বেঁচে থাকা চাই!
কাঁটাওয়ালা সেতুটা হামাগুড়ি দিয়ে দিয়ে
                                   পার হয়ে যাই;
ক্ষণিকের এ জীবনটারে ভালোবাসা দিয়ে দিয়ে
                                    বেঁধে রাখা চাই!