মালিনী, যে ফুলই ফোটাও তুমি
বাগানে তোমার
অজান্তে হয়ে যায় আমার!
তোমার কোনোও ভুল নয়,
আমারও কোনো ভুল নয়!
আমরা ছুটছি কেবলই
রেল সরকের মত
কারো দিকে কারো মুখ ফেরানোর
নেই কোনো অবকাশ
তবুও থেকে যায় কি কিছু
কুহেলিকার মতন
কোনোও আশ্বাস?