এই সব মাটি খুঁড়ে জীবনের স্বাদ পেতে চাই;
ছিটে-ফোঁটা জলের আধারে ডুবিয়ে নাক
গন্ধ পেতে চাই, জীবনের গন্ধ!
এক জোড়া চড়ুই চঞ্চুতে ছুঁয়ে ছুঁয়ে ঘাস ফুল
পরস্পরে পায় যেই সুখ, সেই সুখ আমি পেতে চাই
তোমার উষ্ণ গ্রীবায়, ঘাড়ের কুঞ্চিত কেশদামে
ডুবিয়ে আমার জোড়া ঠোঁট!


রক্তের স্পন্দনে প্রাণের আবেশ আছে বুঝি?
হয়তো বা আছে, তাই বার বার
হোঁচট খাওয়া বিধ্বস্ত পুরুষের দুই চোখে
আবার জ্বলে ওঠে ম্রিয়মাণ সূর্য;
সমুদ্রের ছলাৎ ছলাৎ শব্দে চেতনায় জেগে ওঠে
সোনালী স্বপ্নের ফসলের দ্বীপ
বিশাল আঁধারে সমাহিত নীল জলের ভেতর!
বিধ্বস্ত পুরুষ হয়ে ওঠে সাহসী আবার;
তোমার উষ্ণ গ্রীবায়, ঘাড়ের কুঞ্চিত কেশদামে
রাখে জোড়া ঠোঁট; এইভাবে সাহসী পুরুষ
ঘুরে এলে বেবিলন, এশিরিয়া,
মিশর, ভূমধ্যসাগরের উপকূল-
মানস সরোবরে ডুবিয়ে আমাকে
হব না কাপালিকের মুখোমুখি আর!