জলের রঙে বলে গেলে তুমি
জীবনের কথা
আশ্চর্য নির্লিপ্ততায়
আমি তাই চেয়ে চেয়ে দেখলাম
মেঘের অনেক রঙ
সোনালী আভায়
বিকেলের ম্রিয়মাণ সূর্য
দমহীন ঘড়ির কাটার মত
ঝুলে আছে
সাহারার প্রান্তরে!


প্রবল বর্ষণের মতন
অজস্র শব্দাবলীর সিমুম
আমার নাক-কান-চোখ
ভরে দিয়ে গেছে!


তোমার অশরীরিণী আত্মা বলে
যদি কিছু থাকে এখন তাই যথার্থ!