তবুও একটু কিছু লিখো
নীল খামে-
একটি ছোট্ট পাখির নাম,
এক কি দু’টি বনফুলের কথা,
বনানীর প্রান্তে লুটিয়ে পড়া
অস্তরাগের ব্যথার কথা,
একটি ফাগুন বিকেলের নিঃসঙ্গতা
চৈতের দুপুরে শূন্য শাখে বসা
সাথীহারা ঘুঘুর যন্ত্রণার কথা,
আষাঢ়ে বৃষ্টির রিমঝিমে
ভেসে ওঠা কিছু স্মৃতি কথা,
তোমার আমার পায়চারি
পৌষ সকালের বকুল তলায়
নিভৃতে কিছু সংলাপ যতি উচ্চারণ,
উচ্ছল প্রানের হাসি উচ্ছ্বাস উতরোল
তোমার হাতে আমার হাত
চোখের’পরে চোখ রাখা
নীলের গভীরে হারিয়ে যাওয়া
আরও কতো কী
এই সব কিছুই কী পড়েনা তোমার মনে;
লিখে দাওনা একটু কিছু তার!


ইচ্ছা নেই তবু অসুন্দর করে লিখে দাও
‘ক্যামন আছোগো তুমি?
আমি বেশ ভালো!
তোমার কথা আমার খুব মনে পড়ে!
নিঃসঙ্গতা কি দহে তোমায়?
আমি আজো ভুলিনি তোমায়!’
এ সব লিখতে যদি কষ্ট হয়,
থাক নাইবা লিখলে এই সব;
তবু লিখে দাও
কিছু অসংলগ্ন জড়ানো উক্তি,
আজেবাজে অর্থহীন কলমের
আঁচড় কাটা কালির দাগ!
ঢের মিথ্যে হোক
তবু ছোট্ট করে লিখে দাও-
‘ভালোবাসি’!