হায়রে বসন্ত!
কংক্রিটের সুরম্য প্রাসাদের শহরে
কলমের মুখ থেকে বাহারী বসন্ত ঝড়ে!
দৈনিক কাগজে বসন্তের ছবি,
দুধের স্বাদ ঘোলে
বসন্ত বিলাস
দখিনা বাতাস!
গাড়ীর কালো ধোঁয়ায়
শহরের অলিগলি আচ্ছন্ন,
সীসার ভারী বাতাস
বুক ভরে নিচ্ছি নিঃশ্বাস!
সবুজ বনানী...!
কৃষ্ণচূড়া আর আগুন পলাশ
এদের দেখা পাবে
গুটি কয়েক উদ্যানে!
শিমুলের রাঙা ফুল
গাও গ্রামেও দুর্লভ;
শিমুল গাছেরা পোড়ে
ইটের ভাটায়
আর কুচি কুচি কাঠি হয়ে
মাথায় বারুদের টুপি পরে
পকেটে পকেটে ঘুরে!
কোকিলের কুহুতান
স্মার্টফোনে রিংটোন
এটাই আমাদের জীবনের
বসন্ত এখন!