তোরা সব হারিয়ে গেলি কে কোথায়
এতো প্রীতি এতো মায়া
বেঁধে রাখতে পারলোনা,
সুখ বেদনার কিছু স্মৃতি
এতো টুকুই থাকলো জমা
আর কিছুই থাকলোনা!


আয় ফিরে আয় অতিথি পাখি হয়ে
হাওয়রের জলে ভাসি
কোলাহলে মেতে উঠি
ডুবসাঁতারে লুকোচুরি খেলা করি;
সোনালী রোদে পাখনা মেলে
একটুখানি ওম মেখে
হারিয়ে যাওয়া দিনগুলো
আর একবার ফিরে পাওয়ার চেষ্টা করি!


১৯শে ফেব্রুয়ারি, আজকের সন্ধ্যায় কবি বন্ধুদের সাথে কিছুটা সময় কাটানোর সুখ স্মৃতি ঘুমুতে দিচ্ছিল না তাই উগ্রে দিলাম কাগজের পাতায়!