এখানে এখন আর জীবন চলেনা
সব কিছু ডুবে আছে এক গভীর স্থবিরতায়!
কৌমুদী বলত কেন এমন হয়?
অন্ধকারে প্রাণের সঞ্চার হয় না কখনো?
আলোহীন জগতে বিবর্ণ গুল্মের মত
এই বেঁচে থাকা, এই তো বেঁচে থাকছি!
নিশ্চয়তাহীন এই যে জীবন-
এ শুধু অস্থিরতাকেই বাড়িয়ে তুলে;
বস্তু এবং তার আত্মা
এই দুইটিকে একবারও মিলিয়ে
ভাববার অবকাশ নেই
এই আলো-আঁধারির ধরণীতে!
তবু আমাদের বেঁচে থাকতেই হয়;
আমাদের কায়া আছে, প্রাণ আছে
আমরাও দিব্যি বেঁচে আছি
আলোহীন জগতে বিবর্ণ গুল্মের মত!