শিশির মাখা লাউয়ের ডগা তরতরিয়ে বায়
আমায় আঁকড়ে বলে- কোথা তুমি যাও;
বায়না তার – পূব মুখি মাচাঙ করে দাও
ভোরের সূর্যের আলো না পেলে কী ডগা মেলা যায়!


খুব বড় বিপদে ফেললে তুমি ভাই
বাঁশঝাড় বংশ কোথায় এখন পাই;
নলখাগড়া মিললে তবু কিছু হয়
লাউ নিয়ে ভেঙ্গে পড়ার থাকে বড় ভয়!


ওরও যে প্রাণ আছে, শুধু ভাষা নাই;
এসো, বাঁচিবারে দেই ওরে আমরা সবাই!