ভোরের নরম সূর্যের পেলব ছোঁয়া,
মধ্যাহ্নের তেজময় উজ্জ্বল দীপ্তি,
বিকেলের ক্লান্ত ম্রিয়মাণ আভা;
সূর্য কী বলে যায় না নিশ্চুপে
আমাদের জীবন কথন!
আমরা দেখেও দেখি না,
বুঝেও বুঝি না,
কিংবা বুঝিতে চাহি না!


অহমে করি কেবল ধরাকে সরাজ্ঞান,
দ্বিধা নাই বিধাতার বিধান করিতে লঙ্ঘন!
ওহে মানব জীবন,
প্রকৃতিই যে বড় শিক্ষণ!