একদিন ঢের আগে পৃথিবীর বুকে
ইন্দু-কমলের মত
হৃদয়ের কথা হৃদিরা বুঝিয়া-নিত
আবেশে আবেগে গাঢ় মগ্নতায়!


একালের প্রণয়ীরা হৃদয়ের কথা বলে
দূরভাষে আন্তর্জালে
অঙ্গসৌষ্ঠবে তালে বোলে!
রক্তমাংসের উষ্ণতায়
কপোত কপোতির নরম বুক সেঁকে নেয়
দাঁতে দাঁতে চিবিয়ে চিবিয়ে
পরম তৃপ্তিতে চুষে নেয় সবটুকু রস
মাংসের হাড্ডিমজ্জার!


হৃদয়ের বেচাকেনা হয়
ডায়াসে মঞ্চে ক্যাসিনোবারে
ল্যাম্পপোস্টের নিচে
জমকালো সরাইখানায়
সাগরের বেলাভূমে
বিভৎস শিৎকারে চিৎকারে
অথবা গাঢ় নীল জলে
প্রমোদ তরীর মন্থর কম্পনে!


বৈদিক যুগেরা হয়ে গেছে পার
সেই কত কাল আগে......


রাইবিনোদিনী সুর ধরে-
চল-নারে সই মাথুরা ছেড়ে পালাই......


এই কালের প্রণয় কথা এমনই যে মানায় ভালো-
এই মেয়ে, ভালোবাসা বিকিকিনি কর
ঘণ্টা মেপে লংড্রাইভে
শালনায় প্রণয় নিকুঞ্জে!
চল-নারে সখা-সখী
আজ প্রেমসুধা পান করি
গ্লাসে গ্লাসে মলিন আলোয়ে
ঝিম-ধরা সুর মূর্ছনায়
তারপর নেমে আসি পৃথিবীর পথে
ক্ষীণ-কটি জড়ায়ে বাহুলতায়
মজে থাকি প্রণয় কথায়
অনন্তর ডুবে থাকি গাঢ় প্রণয়ে!!