বন্ধু তোমায় একদিন শিখিয়ে দেবো
এবং ভালো করে
রাতের আকাশে তারার মতন স্পষ্টালোকে –
কী করে ভালবাসার সুবাদে কথা বলতে হয় !
স্মরণ তোমায় করিয়ে দেবো –
জন্মের আদিতে তুমি কে ছিলে
এবং ক্যামন ছিলে !


বিশ্বাস করো,-
             আমার সর্বশক্তি দিয়ে
              তোমার দৃষ্টি টেনে নামিয়ে দেবো
              মর্তে ঊর্ধ্বালোক হ’তে !
আমার রক্তের উষ্ণতায় তোমায় শেখাবো
পৃথিবীর সমতলে হাতে হাত রেখে
বুকে বুক মিলিয়ে পথ চলতে !


আশ্চর্য ! তুমি ভুলে গেছ মাটির কথা ,
ভুলে গেছ সৃষ্টির আদি কথা !


আমি কসম খেয়ে বলছি –
                    তোমায় আমি শেখাবো
                    এবং ভালো করে
                    রাতের প্রহর কেটে গেলে !


মানুষের মাটির অধিকার কেড়ে নেয়ার
এতোটা সাহস কে দিয়েছে তোমায়
তোমার নিজস্ব স্বত্বা বলতে কি কিছু নেই
তুমিতো এমনটা ছিলেনা কখনোও
গণতন্ত্রের প্রবক্তা নির্ভিক সাহসিকা
কারাবাস শেষে হয়ে গেলে মূষিকা !
সব স্বপ্ন সব আকাঙ্ক্ষা ধুলায় মিশিয়ে
মেতে উঠলে রক্তের হোলিখেলায় !
তোমার মাথার তাজ নোবেল শান্তি পুরুস্কার
ছুঁড়ে ফেলে দেব রোহিঙ্গার পদতলে !!