আমাদের শ্রাবণী এখন রুদ্র রূপ ধারণ করেছে
তেজী ঘোড়ার মতন ছুটন্ত পায়ে আগুনের ফুলকি
ফসলের খেত মাড়িয়ে উঠায়েছে চাঙ্গে
ছোঁয়ার সাহস কার এতো… এলো বুঝি দুঃসহ মঙ্গা!


ভাত দিতে পারবি না পরনের কাপড় দিতে পারবি না
এমনকি মাথা গোঁজার ঠাঁই টুকুন
তবে এত্তো মাগী মাগী করিস ক্যান?


রিরংসা শিকলে বন্দী কর!


রোজা রাখ নামাজ কায়েম কর
শরিয়তের বিধান মত জীবন যাপন কর
আখেরাতে বেহেশতে অপাপবিদ্ধ অনেক অনেক হুরী পাবি
আনার আর মুক্তার মত কান্তিময়…