রোদেলা রোদেলা দিন হয়ে গেছে পার
চারিদিকে ঘিরে আছে নিকষ আঁধার!
পিপাসা পিপাসা অনেক পিপাসা বুকে
এক ঘড়া জল ঢেলে দেবার আছে কে?
হিম শীত আসিতেছে বিষের ছোবল
ঢুকে পরি খুঁজে নিয়ে নিবিড় খোড়ল!


ঝুরঝুর ঝরে গাছের হলুদ পাতা
মরা ডাল নিয়ে দাঁড়ানো গাছের মাথা
নবীন কুঁড়ির দেখা, নাই কোনো আশা;
সাগর নিয়েছে শুষে বাতাস দখিনা
ছেড়ে দেয়া যাক রাঙা ফাগুনের আশা
রোদেলা রোদেলা দিন আর ফিরিবে না!


যতটা অলস সময় রয়েছে পড়ে
চুপচাপ কেটে যাক খোড়ল ভিতরে!