কিছুটা সময় কাটায়ে চাঁদের সাথে
রাতের আঁধার নাভি ছিঁড়ে
অবসাদে লুটালে নিকানো উঠানে
কিংবা ঘাসের চাদরে শিশিরের সাথে,
ভোরের নরম আলোয়ে কাতর নয়নে
একবার দেখি তোমার নিথর দেহ
বারেক তাকাই নীল আসমানে!
লাজরাঙা বধুটি নরম হাতে
কুড়ায়ে নিল তোমায়
শাড়ির আঁচলে;
সার্থক জনম তব
দেবীর চরণে!