আবে ঐ মাঙ্গেরপো গলির মাথায় খাড়াইয়া
মাইয়াগো দ্যাইখা শিস মারলি ক্যান?
‘আবে দোস্ত বিচ্ছাস কর শিস মারি নাইক্যা
কাল্লু ওস্তাদের মন্ত্র পইড়া গলির তেমাথায়
খাড়াইয়া ফু মারছি
ঘাড়ে বছা ভূতটা ছাড়াইবার লাইগ্যা,
ক্যাঠা ঘুর ঘুর করে ঐ ছব মোটকু
ভুটকু মাইয়াগো পিছে’।
আবে হালারাপো ভালা কইরা হোইন্যা রাখ
ফের যেদিন তরে দেহুম শিস মারতাছো
পাছায় এমন কইছ্যা লাথ মারুম
পড়বি গিয়া বুড়িগঙ্গার পচা পানিত।
‘হোন দোস্ত, এইছব মাইয়াগো পিছে
না ঘুইরা যেদিন দেহুম চাঁদনি পছর
রাইতে আকাশ থ্যাইক্যা হুরী নামতাছে
এক লৌড়ে গিয়া পায়ের নীচে পইড়া
থেঁতলাইয়া কমু মেরেজান-
তোমারেই ভালোবাছি’!


আবে মাঙ্গেরপো রোজ কয়ডা বাবা খাছ?
এহনো ছময় আছে ভালা হইয়া যা গা!!


(কবিতাটি আঞ্চলিক ভাষায় লিখিত)
বাবা= মাদক ইয়াবা ট্যাবলেট এর সাংকেতিক নাম।