(একটা কাল্পনিক প্রতিবেদন)


মাথায় লাল কাপড়ের পট্টি বেঁধে
আগুন রঙের মিছিল চলছে রাজপথে
শ্রমিক নেতার গলা ফাটানো স্লোগানে
গলা মেলাচ্ছে সব শ্রেণীর শ্রমিকেরা,
বিজলির মত ক্ষণে ক্ষণে জ্বলে ওঠে
চিত্রসাংবাদিকের ক্যামেরার ফ্লাস
টেলিভিশনে সরাসরি সম্প্রচার চলছে
গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর
মে দিবসের বিখ্যাত গান ধরেছেন কণ্ঠে
ঢাকঢোল আর গিটারের মোহন সুরে সুরে।
শ্রমিকনেতার বউ ঢুকেছে টয়লেটে
এই ফাঁকে ফুলি ছুটে আসে টিভির সামনে
জ্বলন্তচুলায় তাওয়ার’পরে রুটি রেখে।
পোড়া রুটির গন্ধে ঘর গেছে ভরে
মগ্ন ফুলির নাকে ঢুকেনি তাহা।
গৃহকর্তী টয়লেট থেকে বেড় হয়ে
দেখেন রান্নাঘরে ধোঁয়া আর ঘর ভরা
পেট মোচড়ানো পোড়া রুটির উৎকট গন্ধ।
মেমসাবের মাথায় আগুন রক্ত চাপে
পাকঘর থেকে বেলন আর গরম খুন্তি
নিয়ে ঢাক বাজাচ্ছেন ফুলির শরীরে
উন্মাদিনী বাঘিনীর মত
ফুলির কপাল ফেটে রক্ত ঝরে, লাল রক্ত
তার কান্না আর চিৎকার মিশে যাচ্ছে স্লোগানে
আর ফকির আলমগীর এর ভারীকণ্ঠের
মহান মে দিবসের উদাত্ত গানের সুরে!
শ্রমিক নেতার শোয়ার ঘরেই হয়
মহান মে দিবসের চমকপ্রদ উদযাপন!