অনেক হেঁটেছি পথ জলের কিনার ধরে
পিপাসায় কাতর হয়ে পৃথিবীর তিন ভাগ
জল শুষে নিতে ইচ্ছে করে...
জলের কুয়াশায় ঢাকা চাঁদটাকে পেতে কার-
না ইচ্ছে করে...
আকাশ একবার এসেছিল নেমে
অন্ধকার পৃথিবীর কোলে
সময়ের কাছে হার মেনে সে গিয়েছে চলে
অনেক অনেক দূরে
আর ফিরবে না বলে...
পাথরের বুক থেকে জলের ধারা বইতে দেখে
স্তব্ধ হয়ে বসে ছিলাম পাথরের উপর
একবার মাথা ঝুকে পড়ে ছিল মাটিতে
স্রষ্টার পায়ের কাছে
তারপর সটান দাঁড়ায়ে হেঁটে গেছি...
সব জ্ঞান চাপা পড়ে রয়ে গেছে পুঁথির ভেতর...