তাহারা অনেক বেশি অভিমানী!
কেন? কিসের এতো অভিমান?
জানি না , জানি না তাহা।
বুঝিনি শুধু দেখেছি-
কেহ কেহ অন্ধকার জঠর থেকে গিয়েছে ফিরে
কেউ এক পলক দেখে নেয় পৃথিবীর আলো
তারপর চলে যায় চুপে
কেহ আরও কয়েক প্রহর কাটায়,
কেউ শুধু একবার মায়ের মুখ দেখে
বুঝতে পারে কী কিছু;
কেহ শুধু এক চুমুক মায়ের
বুকের অমৃত সুধা পান করে
থেমে যায় চোখ বন্ধ করে!
কিছু কিছু কালো হাতের বিষ ছোবল
ফিরে যেতে বাধ্য করে তাহাদেরে।
কেহ কেহ হাত-পা ছোড়াছুড়ি করে
চিৎকারে চিৎকারে ক্ষোভ প্রকাশ করেই চুপ!
উহারা পৃথিবীর স্বাদ নিতে আসেনি
এসেছিল শুধু আসার জন্য।
কেহ কেহ অনুভব করে গেছে ঘৃণ্য পৃথিবীটাকে
যদিও হয়নি তখনো সময়
শুধু আলো ছাড়া পৃথিবীর আসল রূপ দেখার!
অনেক শান্তি নিয়ে গিয়েছে চলে
খুব ক্ষীণ সময় কাঁদায়ে আমাদেরে!