হরেক রকম খেলা খেলিতেছি অহর্নিশ
পাপেটের মত !
মানবতার স্লোগান দিচ্ছি রঙ্গামঞ্চ সাজিয়ে;
কালো কাপড়ের আড়ালে খেলিতেছি –
মানুষ হত্যার খেলা
নারী-শিশু ধর্ষণের খেলা
আগুনে মানুষ পুড়িয়ে মারার খেলা
গণহত্যা গুপ্তহত্যা চালিয়ে যাচ্ছি
নির্বিকারে !
শান্তির জন্য শান্তিযুদ্ধ করছি ;
অবরোধ করে শিশু হত্যা করছি ।
আমাদের সঙ্ঘ আছে – মানবাধিকার সঙ্ঘ !
আথচ মানুষকে নির্বিচারে হত্যা করার
প্রতিবাদ কোথায় !


আমাদের পৃথিবী চমৎকার এক নন্দনকানন
সাজায়েছেন স্রষ্টা –
নানা ধর্মের, নানা বর্নের, নানা গোত্রের
মানুষকে দিয়ে !


মানুষেরা আজ
ধর্ম বর্ণ গোত্র নিয়ে সহিংতায় উন্মত্ত হয়ে
মানুষ মানুষকে হত্যা করে
সমর সজ্জা করে
ক্ষেপনাস্র মরণাস্র তৈরী করে !
আমাদের জাতিসংঘ আছে
যে কেবল শান্তির জন্য সভা বৈঠক করে !
আমাদের পোপ – পাদ্রি আছে ,
ন্যাড়া মাথার গেরুয়া পোশাকধারী
ধর্মগুরু আছে ,
কপালে চন্দনের তিলক পরা পুরোহিত মন্দিরে ঘণ্টি বাজায় ;
জুব্বা পরা পাগড়ীধারি ফকিহ মুফতি
গলা ফাটাচ্ছে –
ধর্ম যাচ্ছে ধর্ম যাচ্ছে
ধর্মের জন্য যুদ্ধ হচ্ছে !
ভৌগোলিক সীমানার জন্য যুদ্ধ হচ্ছে ।
মানুষের আবাস ভেঙে, নামুষ হত্যা করে
রাস্ট্র পরিধি বাড়ানো হচ্ছে ;
সীমান্তের তারকাটার বেড়ায় ঝুলে আছে
ফেলানী নতুন দিনের বাদুড় হয়ে !


পাপেটের মত এই খেলা
আর কত খেলবে তুমি ?
এবার সুতাকেটে দাও প্রভু
থেমে যাক খেলা !!