কৈলাস কহিল ওহে খেমতি, কোথা যাস খোন্তা নিয়ে হাতে?
খেমতি কহিল এই বনে শটিমূল তুলে আনতে।
শুনি কি হবে উহা দিয়ে?
করুণ হাসি হেসে কহিল খেমতি
মূল ঘষে চালনীতে দুধ-সাদা তরলে লবন ছিটায়ে
আঁচে রেখে নেবো পাতে
উদর ভরিবে তাতে!
কৈলাস কহিল শুনেছি শটিমূলরস বড় তেতো!
শোন খেমতি, রাতে আসিস আমাদের গোয়াল
ঘরের পেছনে
আদর সোহাগে ভরে দিবি মোরে
ধামা ভরে চাল দেবো তোরে।
খেমতি কহিল শোনো বাবু,
ভগবান তোমাদের দিয়েছেন ঢের
দুধেভাতে কাটুক তোমাদের জীবন!
কচু-ঘেচু শটিমূল মিটায় আমাদের প্রয়োজন
দরকার নেই তোমাদের ধামা ভরা চাল খেয়ে
তলপেট ফুলিয়ে বেলুন বানানোর!
দেখে রাখো হাতে ভোজালি আর খোন্তা
করনাকো কোনো বাড়াবাড়ি...