কতোদিন দেখি নাই তারে, সেও দেখে নাই মোরে
শুনেছি তাহার নোলক গিয়েছে পড়ে গভীর আঁধারে,
সাধু সাধু সাহসিনী রয়েছে পড়ে অবাধ্য মাটি কামড়ে
পিঠের ছাল নিয়েছে তুলে খরখরে রোদ আর বায়ু
অদম্য তেজ দিয়েছে বাড়িয়ে তাহার জীবনের আয়ূ
চামড়ায় পরেছে কিছুটা ভাজ শুধু এইটুকু ক্ষয়
হলোই বা না হয়, তবুও জীবনের কাছে মানেনি পরাজয়
অপরিমেয় সুখের ফোয়ারা, ঔজ্জ্বলতায় তৃপ্ত হৃদয়...