তরুতলে বসে যোগী আধখোলা চোখে
ধুলার ভিতর কাঁকড়-মাকড় পিপীলিকা দেখে !


ধানীপোকা খেয়ে গেছে কঁচি কঁচি পাতা
সবুজ শরীরে শীষ তুলেনিকো মাথা ;
সিঁথির সিঁদুর মুছে বউটি কৃষাণ
হেমন্তের তরে করে নিষ্ফল আয়োজন !
বসন্তবউরী ডাকে কুহকের স্বরে
রৌদ্রেরকান্তারে আকাশের নীড়ে !
হাম্বারবে ডাকে ধেনু চৈত্রের দুপুরে
চাঁষার গোয়ালে বাধা শাবকের তরে !


দিবাকর নির্বিকার পশ্চিমে যেতেছে চলে ,
ছয়-সাতটি তারা রয়েছে আকাশে ঝুলে ;
কালবৈশাখী যায়নি ভুলে
কেবল রয়েছে পড়ে সময়েরকোলে –
আধপাকা কাঁচা আম শিলায় শিলায়
মেঘের বুরুজ ভেঙে জমেছে ধুলায় !


তরুতলে বসে যোগী চোখদুটি বুজে
ধুলার ভিতর কাঁকড়-মাকড় পিপীলিকা খুঁজে !