তখন মন অন্যরকম, অন্য পাড়ায় বাস-
ছেলেমানুষি হয়তো, ভালোবাসায় অবিশ্বাস;


তবু যে কবে বাজল বাশি কদমতলী-
দেখা হল দুপুর, হঠাৎ ডাক পাড়লে তুমি,


সময় গেল দিন গেল বছরও গেল কিছু,
তুমি তখন একবিংশ,আমিও নয়তো শিশু-


মনের টান বাধল সুর ইমন কিংবা ভৈরবী,
ভালোবাসার নাম চাইলে,লিখলাম আমি পূরবী;


ভালোবাসা ভালোবাসা মন যখন মাতাল এমন-
ফিরে দেখা বছর পিছু ঘটনাবহুল মাত্র এমন ,


চিড় ধরা ভালোবাসায় ধরে আসে গলা- বুক
তবু সতর্ক আপ্রাণ টেকাতে ভালোবাসা, আমি মূক-


আজ বছর ছয়েক পরে আবার দেখা কদমতলী
ভুল করে ডাকলে আবার, আপনি কি পূরবী?


ঈসারায় জবাব দিলাম আমি মানবী মূক বধির
বছর ছয়েক আগে ব্যর্থ প্রেমে পুড়ে মরেছে পূরবী -