বাবুঃ আট ঘণ্টায় কাজ হবে না
মাসী,বার ঘণ্টা চাই
ঘর মোছা, বাসন মাজা
কাপড় ধোয়া, সবজী কাটা, মশলা বাটা
রান্নাবান্না সবই করা চাই
সন্ধ্যে বেলা হাতে পায়ে তেল মালিশ
অবশ্যই যেন পাই


মাসীঃ তোমার ঘরে খেটে খেটে
মোর হাড় মাংস কালি
পারবনা আর বার ঘণ্টা  
ছাড়ব কাজ কালই
পয়সা তো নয় ইটের গুড়
কথাই শুধু বড় বড়


বাবুঃ  লক্ষ্মীছাড়া হতভাগী যাবি কোথায় শুনি
সবাই মিলে বার ঘণ্টা ঠিক করেছি, হাতে গুনি গুনি


মাসীঃ হাত দুটি তো পঙ্গু তোমার চোখ দুটিও কানা
রেঁধে না দিলে খাবে কি, শুধু পচা কচুরিপানা ?
অতি বাড় বেড়েছ তুমি, এলো সর্বনাশের কাল
ঘৃণার ঝড়ে উড়ে যাবে পাবে অন্তিমকাল ।