বসন্ত এসে গেছে - বসন্ত এসে গেছে
কর্ণকুহরে মৃদুমন্দ বাতাসের কলতান
কিন্তু মনের বনে বসন্ত এলো কৈ ?
সীমাহীন মরু সাগরে ঝলসে পড়ে আছে মানবতার লাশ
হিংস্র নাবিক শিকারের সন্ধানে তরী বায় দেশময়
রক্ত মাংস হাড়ের উঁচু উঁচু পাহাড় অট্টহাস্যে বুকে চেপে রয়
নিঃশ্বাস নিতে কষ্ট হয় – ভীষণ কষ্ট হয় ।
এই মৃত্যু উপত্যকায় মৃত্যুর জয়ধ্বনি বাজে
প্রাণের দুরন্ত হাওয়া দিশাহারা, পথহারা ।

মনের জানালায় কতবার কোকিলের মিষ্টি কুহুতান শুনেছি -
হে সুনীল আকাশ,
আবারও ফিরিয়ে দাও রাঙা প্রভাত -
কোকিলের কুহু কুহু জয়ধ্বনি
বয়ে যাক মুক্ত বায়ুর জীবনধারা ।


২৪শে এপ্রিল ২০২১ইং