দুই হাতে করুণ বেদনা নিয়ে ফুটপাতে বসেছিল সভ্যতা
কাঁধে ভিক্ষার ঝুলি
মুখে বাঁচার করুণ আবদার
অতি লোভের নিষ্ঠুর আঘাতে বিবস্ত্র হাড্ডিসার
যেন শ্মশান যাত্রা বাকী


অসহিষ্ণু পথ যাত্রী ঘৃণার অশ্রুবারি ছিটিয়ে ই উধাও
আহা এমন ঝরেপড়া রক্তের ফোঁটা দেখিনিতো কোনোদিন
অন্য কজনও সরে পড়ে চুপিচুপি
সময় থমকে দাঁড়ায় কোলে তূলে নেয় আশা


শতাব্দীর অশ্রুভরা সাগর তীরে নিষ্ফলা কাঁটা গাছ
রক্তের স্রোতই বইয়ে চলে অবিরাম
শুধু সময়ের দুরন্ত হাওয়াই মিষ্টি সুগন্ধ ছড়ায়  
জেগে ওঠে রক্তিম অসীম দিগন্ত ।
********
৭ই জুলাই ২০২০