সেই কবে থেকে বসে আছি
হেঁয়ালি সীমার পার
কঁটার বেড়া বারুদের গন্ধ
আধাঁরে রুদ্ধ দ্বার ।


তবু বহে বায়ু নদীও বহে
উজান থেকে ভাটি
হৃদয়ের ব্যথা অশ্রু একই
রয় চিরদিন খাঁটি ।


উনিশের রক্ত একুশে মিশে
একুশের গান গায়
একুশের লাল উনিশের পাশে
উনিশ যে প্রাণ পায় ।


পলাশ শিমুল একই গাছে ফোটে
রং একি তাঁর লাল
সোনালী ফসল একই মাঠে ওঠে
জেনেছি চিরটা কাল ।


ধুয়ে যাক বাধা ঘুচে যাক সীমা
দূর হোক অন্ধকার
মায়ের ভাষা চিরকাল জাগে
ভোরের আকাশ পার ।


১৪ই মে ২০১৪ইং