আবার এসেছ ফিরে উনিশ
ফুলের পাপড়ি মালা ধুপ ও বাতি
পায়ে পায়ে পথচলা
কাঁধে কাঁধ
গানে গানে শপথ  
হৃদয়ের উত্তাপে আগুন জ্বালা


তবুও তো অনেক পথচলা
অনেক হৃদয়ের আগুণ জুড়নো বাকী


আবারও টুঁটি টিপে ধরা
আশ্রয়হীন নিরীহ মানবতা
উত্তরের হিংস্র দানবের নর-সংহার
নদীতে ভাসে শিশুর লাশ
ক্ষুব্ধ চেতনা বারবার তোমাকেই খোঁজে


আসবেনা কি ফিরে আবার তুমি
এই বাংলায় ?


২০শে মে ১৯১৪ ইং