‘ও রিক্সা জাইতায়নি ?’
‘না বাবু জাইতাম নায়’
‘দ্যাখ ব্যাটার সাহস দ্যাখ
করছে ভারী অন্যায় !’


রিক্সা আমি নই গো বাবু
রিক্সা আমি বাই
উলটো পাল্টা না হলেও
খাই বাবুর ধোলাই ।


পুলিশী লাঠি বাবুর লাথি
খয়েও আমি বাঁচি
আধপেটা খাই সব সহে যাই
স্বাধীন হয়ে আছি ।


এটার বাচ্চা ওটার বাচ্চা
কতই গালি খাই
রই সাচ্চা প্রাণে আচ্ছা
মনে গলদ নাই ।


গাঁয়ে আমার ঘর ছিল ভাই
বরাক পারে বাসা
বানের জলে ভাসল সবই
তাই সহরে আসা ।


বৌ করে যায় ঝিগিরী
আর রিক্সা আমি বাই
ঝুপড়ি ঘরে সংসার তাই
কোন উপায় নাই ।


গাঁয়ের ঘরে ছিলাম ভালো
আকাশ দেখা যেত
বিষের ঘরে এলাম কোথা
সব হয়েছে তেঁতো ।


ডাকছে আকাশ ডাকছে বাতাস
ডাকছে গুরুগুরু
বজ্র পড়ে বিষের ঘারে
ঝড়ের হল শুরু ।


২০শে জানুয়ারি ২০১৩ ইং