ডেবিট ক্রেডিট
নিত্য হেবিট
শক্ত গলার গিঁট
পিট ছিঁড়ে যায়
ঘাড় ভেঙ্গে যায়
খেয়ে পূঁজির হিট ।


হাজার কোটি
লক্ষ কোটি
কালো কালো টাকা
ছল চাতুরী করে সেটা
মলম দিয়ে ঢাকা ।


মুনাফার পাহাড় পরে
আকাশ ছোঁয়া বাড়ি
মাটির সঙ্গে পা ছোঁয়া নেই
শূন্যেতে দেয় পাড়ি
শূন্যে যখন ঝড় উঠবে
কোথায় হবে ঠাই ?
আকাশ ছোঁয়া বাড়ির
তখন কোন হদিস নাই ।


ডেবিট ক্রেডিট মন্ত্র পড়ি
কালো চশমা চোখে
ব্যালন্সিট বানিয়ে গেলাম
জীবন বাজি রেখে
নিজের ব্যালন্সসিট খুলে
পেলামনা তো কিছু
দেনা তাতে দেনাই শুধু
মাথা হয়যে নিচু ।


৬ই মার্চ ২০১৪ ইং