সেইত কবে এক সন্ধ্যায়
হাতে হাত রেখেছিলে
বসেছিলে পাশে
খুশীতে ফুলের বনে ঢেউ উঠেছিল সেদিন
তারারা মেলা বসিয়েছিল
জোনাকিরাও নেচেছিল সাথে
দুটি প্রাণ ডানা মেলে ছুঁয়েছিল আকাশ


তারপর পায়ে পায়ে পথচলা শুরু
খর তপ্ত মরুপথে দগ্ধ হয়েছে হৃদয়
মরূদ্যান খুঁজে জুড়িয়ে নিয়েছি উত্তাপ
কখনোবা গহন অরণ্যে হারিয়েছি পথ
তবুও খুঁজে পেয়েছি পথের নিশান
একই পথ দুটি পথে বেঁকে গিয়েছে বহুবার
তাহলেও ফিরে পেয়েছি হারিয়ে যাওয়া গানের রেশ  


সময়ের দীর্ঘ পথ বেঁয়ে
খুঁজে যখন দেখি
তোমার হাত আমারই হাতে রাখা
শুধু প্রতিজ্ঞায় মুষ্টি দৃঢ় হয়েছে আরও
তখন নিশ্চিন্তে ঘুমোতে যাই


তখন
দূরে দু-টুকরো নীলাকাশ খুশিতে মিটিমিটি হাসে ।


২৮শে মে ২০১৪ ইং