পূজোয় চল মামার বাড়ি
বাসে কিংবা রেলের গাড়ি
মামার বাড়ি বড়ই মজা
চল সবাই সেথায় সোজা


সুখের সাগর একটি বাড়ি
সেটা হল মামার বাড়ি
খাও দাও মস্তি কর
গাড়ি করে পূজোয় ঘোর
মণ্ডা মিঠাই যাহা পাও


নিখরচায় সবই খাও
চিকেন খাও চপ খাও
বিরিয়ানির মজা নাও


পাঁচটা শাড়ি ছয়টা জামা
গিফট করেছে বড় মামা
মামার গাড়ি সবাই ঘুরি
নিশি রাতে বাড়ি ফিরি


সুখের নেশায় ঘুমিয়ে পড়ি
স্বপ্নে সোনার প্রাসাদ গড়ি
ভোরবেলা ঘুম ভেঙ্গে যায়
হাঁকা হাঁকি শুনেই হায় ।


কটমটিয়ে মামি চায়
ঝ্যাঁটা নিয়ে খিস্তি গায়
কালোমুখও মামা বাবু
খিস্তি খেয়ে হলেন কাবু ।


মামাবাবুর পকেট ফুটো
তাইত হাঁকায় লাঠি জুতো
বাপরে বাপ কোথায় যাই
প্রাণটা নেয়ে তাই পালাই ।


স্বপ্ন কোথাও নাইরে ভাই
আসল জগত দেখা চাই ।


২৫শে অক্টোবর ২০১৩ ইং