ক্ষুধার অন্ন তৃষ্ণার জল
নির্মল বায়ু বৃক্ষের ফল
সোনালী শস্য জল স্থল
আমি স্রষ্টা আমই বল !


সবুজ ধরণী নদী বালুচর
সুনীল আকাশ এই চরাচর
আমি নরদেব আমি বাজিকর
এই বিশ্বের আমই জাদুকর !


তুমি আশ্রিত তুমি দুর্বল
আমি দৃঢ় আমি সবল
আমি বিনাশ আমি মৃত্যুকল
আমি নৃপতি আমই বাহুবল !


তুমি নরাধম
বৃথাই সূর্য পানে চাও
আমি আঁধার আমাকে নমঃ।


১৪ই মার্চ ২০১৪ ইং