তুতু তা তুরু তুরু
চল যাই বাঙ্গালুরু
সেথায় আছে প্রাণের গুরু
স্বর্গে যাওয়ার সিঁড়ির শুরু
তুতু তা তুরু তুরু ।


মায়ের নেশা বাঙ্গালুরু
বাবার দিশা বাঙ্গালুরু
সেই দিশাতেই পড়া শুরু
রাতে দিনে পড়ান গুরু
তুতু তা তুরু তুরু
চল যাই বাঙ্গালুরু ।


পড়তে পড়তে চোখ যে কানা
কোথায় আলো নেই যে জানা
বন্ধ ঘরে শ্বাস থেমে যায় মুক্ত হাওয়া খুঁজি
পথের শেষে গুলমোহরে রং পেয়েছি বুঝি ।


চাইনে হীরে চাইনে মুক্তো চাইনে খবরদারী
চাই যে হাওয়া চাই যে আলো চাই যে শীতল বারি ।


আঁধারের ঘর কারেছি
আলোর হল শুরু
থুথু তা থুথু থুথু
চাইনা যেতে বাঙ্গালুরু ।


১৫ই জানুয়ারী ২০১৩ ইং