আমি হলাম সবার আশা
দূরের গাঁয়ে আমার বাসা
আমি গরিব ঘরের বধূ
দুঃখ কষ্ট পাইযে শুধু ।


সংসারের ঘানি টানি
কি যে হবে কিবা জানি
অন্ধ ঘরে নেই যে বাতি
ক্ষুধা তৃষ্ণায় কাটে রাতি ।


মনে অনেক স্বপ্ন ছিল
সুখী ঘরের আশা ছিল
ভঙ্গ হল সে সব নেশা
হলাম আমি সবার আশা ।


তোমাদেরই ডাকে আসি
জনসেবা ভালোবাসি
কাজের মাঝে হল নেশা
হলাম আমি সবার আশা ।


শিশু বৃদ্ধ মা জননী
ছুটি সবার ডাক যে শুনি
রোগীর সেবা আমার পেশা
হলাম আমি সবার আশা ।


ছিলাম একা গাঁয়ের কোনে
অন্ধ ছিলাম নিজের মনে
ঘুরে ঘুরে যতই দেখি
সবই ভ্যাজাল সবই মেকী ।


সমাজেতে রোগের বাসা
অন্ধকারে করুণ দশা
তবু চলি নিয়ে আশা
আমি হলাম সবার আশা ।


২৭শে জানুয়ারি , ২০১৩ ইং