চল যাই
দূর সবুজের দেশে
ফসলের আঁতুড়ে সহযাত্রীর বেশে,
নাড়ীর টানে আবার ফিরে যাই
সেই আলাদীনের দেশে ।


দম্ভের আঁখি ফিরেও চায় নি
পদাঘাতে সুপ্ত স্থপতির পানে,
উদ্‌ভ্রান্ত চিন্তা হারিয়ে গিয়েছে
মহাশূন্যের বালুচরে
অকারণে ।


থরে থরে সাজান জ্ঞানের প্রদীপ
কুঁড়ের প্রাসাদে,
দাওয়ায় বসে তুলে নাও একটি,
মন যা চেয়েছে ভালবেসে
চোখের দ্যুতি ফিরে পাবে
অবশেষে ।


৩১শে জানুয়ারি ২০১৩ইং