বৃষ্টি বৃষ্টি অঝোর ধারায় বৃষ্টি
ঝরে পড় চির-মরু মনে
জাগাও প্রাণের সৃষ্টি ।


বানভাসি নদী
থই থই মাঠ
জলে ভরা পথ
ফাঁকা ফাঁকা হাট
কালো কালো মেঘ ছুটে আসে ঐ
আবারও আসবে বৃষ্টি -
ঝরুক
অঝোর ধারায় বৃষ্টি  ।


হাওয়ায় দোলে গাছ
অপার আনন্দ আজ
চড়ুই শালিক উড়ে-উড়ে গায়
ভিজে ভিজে কাক আকাশেতে চায়
ঝরাপাতা ধুয়ে মুছে যায়
পুরানো দিন শেষ হল হায় ।


মাঠে মাঠে ওঠে সবুজের গান  
ডেকে ডেকে আন্‌ নবীন প্রাণ
আনন্দ ধারা বয়ে আনে বৃষ্টি
আজি হল নতুন প্রাণের সৃষ্টি ।


গুন গুন করে গান আজি গাই
কোথা আছ তুমি, কোথা তোমা পাই
সবাই এসো গলা খুলে গাই
নবীন প্রাণের সৃষ্টি
হোক না আবারও বৃষ্টি ।


৯ই জুলাই ২০১৪ ইং


বরষার আয়োজন