আকাশের আজ মুখ কেন ভার
ঘুম ঘুম এই সকালে ?
সারা রাত কি ঘুম হয়নি
দুশ্চিন্তার ছাপ কপালে ।


কি হল এমন আঁধারে ছেয়েছে
এমন মধুর মুখখানি
সে বুঝি আর আসেনি কদিন
তাতেই পুড়েছে বুকখানি ?


হাঁসফাঁস করা গুমট দুপুর
শূন্য পথ ঘাট মাঠ
চঞ্চল পাখী স্থির বসে রয়
ভুলেছে ওড়ার পাঠ ।


ঐ আসে সে উড়িয়ে কেতন
পড়ন্ত বিকেলে ঝড় তুলে  
ঐ আসে খুশী ঝড়ের বেগে
দুরন্ত হাওয়ায় পাল তুলে ।  


ঝর ঝর ঝরে ফোঁটায় ফোঁটায়
বারিধারা ঝরে প্রান্তরে
মুখের আঁধার গিয়েছে মিলিয়ে
আকাশ খুশী আজ অন্তরে ।


১২ই জুলাই ২০১৪ ইং